ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল 

ইসরায়েলি সৈন্যরা অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ফলে এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা অব্যাহত থাকল।

বৃহস্পতিবার ভোরের দিকে এই হামলা চালানো হয়।  

এর আগে গত সপ্তাহেই অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলার জবাবে এই হামলা চালানো হয়। জেনিনের ওই হামলায় ১০ ফিলিস্তিনি মারা যান।  

এই অস্থিরতার কারণে গাজায় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলির মধ্যে গুলি বিনিময়ও শুরু হয়েছে। এর মধ্যেই বুধবার রাতে অবরুদ্ধ উপত্যকা থেকে রকেট হামলা চালানো হয়। এমন দাবি করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস।  
 
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন কারখানা অঞ্চলে তারা বিমান হামলা চালিয়েছে।  

হামাসের মুখপাত্র কাসেম বলেন, আমাদের আল-কাসাম ব্রিগেডস বীরত্বের সঙ্গে দখলদারদের আগ্রাসন এবং এর বোমা হামলার মোকাবিলা করেছে।  

তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে হামলা এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে আচরণের জবাবে রকেট হামলা চালানো হয়েছে।  

এই হামলার পর গাজায় রাতভর বিস্ফোরণ ঘটতে থাকে। এতে ভবনগুলোতে কাঁপুনি শুরু হয় এবং আকাশে আলোর ঝলকানি দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।