যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা ওই বেলুনটি গুলি করে নামানো হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সামরিক অভিযান পরিচালনা করে বেলুনটি নামানো হয়।
সতর্ক করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ অভিযানটিকে একটি ‘ইচ্ছাকৃত ও আইনানুগ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার সকালে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আগেও বলেছি—এটি পুরোপুরি বেসামরিক একটি আকাশযান (এয়ারশিপ)। ভুলবশত সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহিনী দিয়ে সেটি ধ্বংস করেছে— তা রীতিমতো অতিরিক্ত প্রতিক্রিয়া। এটি আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘন।
যদিও চীনা কর্তৃপক্ষকে মার্কিন আঞ্চলিক জলসীমা থেকে পতিত বেলুনের ধ্বংসাবশেষ সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থান করা সেই বেলুনটিকে চীনের ‘গোয়েন্দা নজরদারি আকাশযান’ বলে উল্লেখ করেছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এমএইচএস