ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘরের বাইরে বেরিয়েই দেখেন প্রতিবেশীরা ধ্বংসস্তূপে চাপা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ঘরের বাইরে বেরিয়েই দেখেন প্রতিবেশীরা ধ্বংসস্তূপে চাপা

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের মালাতিয়ার বাসিন্দা ২৫ বছর বয়সী তরুণী ওজগুল কোনাকসি বিবিসির কাছে ভূমিকম্পের অভিজ্ঞতা তুলে ধরেন।  

পরিবারের সঙ্গে নিজেও নিজের ভবন ছেড়ে বাইরে হয়ে যান। তিনি দেখতে পান, পাশের আরও পাঁচটি ভবন ধসে পড়েছে।  ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রতিবেশীরা আটকে পড়েছেন।  

তিনি বলেন, এখনও প্রতিবেশীদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু খুব বেশি ঠান্ডা, তুষারপাত হচ্ছে। আমরা জানি না কী করতে হবে। শুধু অপেক্ষা করছি।  

তিনি বলেন, অনেকেই শীতে নিজের ঘরে ফিরে যেতে চাইছিলেন। কিন্তু একের পর এক কম্পন অনুভূত হতে থাকে। অনেকে বাড়িতে গিয়েও বের হয়ে আসেন। ছোট শিশুদের জন্য হলেও কিছু কাপড় দরকার।  

তিনি বলেন, শিশুদের গরম রাখতে হলেও কিছু কাপড় দরকার। এই নিয়ে আমরা চিন্তিত।  
 
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।