ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।  

নিহতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

খবর বিবিসি।  

এরদোয়ান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে তিন হাজার ৫৪৯ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, ভূমিকম্প-দুর্যোগ অঞ্চলের মধ্যে ১০টি শহর রয়েছে। সরকার বিশ্বের ৭০টি দেশ থেকে সাহায্যের প্রস্তাব পেয়েছে।

জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে আনাতালিয়ার হোটেলগুলো ব্যবহারের পরিকল্পনাও ঘোষণা করেন এরদোয়ান।  

ভূমিকম্পে যারা ঘরছাড়া, তাদের জন্য এসব আশ্রয়কেন্দ্রে আনার পরিকল্পনা রয়েছে তার সরকারের।  

সোমবার ভোরের দিকে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কের পাশাপাশি সিরিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু মানুষ হতাহত হন।

এদিন দুপুরেও শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।