ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা অস্ত্র সংঘাত অপ্রত্যাশিত মাত্রায় বাড়াবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
পশ্চিমা অস্ত্র সংঘাত অপ্রত্যাশিত মাত্রায় বাড়াবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে পশ্চিমা দেশের অস্ত্র সরবরাহের বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু।

তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কার্যত সংঘাতে জড়ানো হচ্ছে।

এতে সংঘাত অপ্রত্যাশিত মাত্রায় বাড়তে পারে।

এজন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোকে দায়ী করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সের্গেই শইগু বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যতটা সম্ভব এই সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছে। এজন্য তারা ইউক্রেনে ভারী সমরাস্ত্র সরবরাহ করছে। একইসঙ্গে তারা আমাদের ভূখণ্ড দখল করতে ইউক্রেনের প্রতি আহ্বানও জানাচ্ছে।

‘আমাদের ভূখণ্ড’ বলতে রুশ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের চার অঞ্চল দোনেতস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনকে বোঝাতে চেয়েছেন। গত বছর সেপ্টেম্বরে রাশিয়া এ চার অঞ্চলে গণভোট করে নিজেদের ভূখণ্ড হিসেবে একীভূত করে। যদিও কিয়েভ ও পশ্চিমা দেশগুলো এর নিন্দা জানায়।

গত সপ্তাহে কিয়েভে আরও ২০০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় ওয়াশিংটন। এ দফায় বিভিন্ন অস্ত্রের সঙ্গে দূরপাল্লার রকেটও পাঠাবে যুক্তরাষ্ট্র।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইউক্রেনের দুই শহর বাখমুত ও ভুগলেদার দখলে সাফল্যের সঙ্গে আরও অগ্রসর হয়েছে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের এই দুই শহরে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের ব্যাপক লড়াই চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।