ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১০১ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা থেকে উদ্ধার দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
১০১ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা থেকে উদ্ধার দুই বোন

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানা তুরস্কের কাহরামানমারাস শহরে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর দুই বোনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। সিএনএন।

 

শুক্রবার এক বিবৃতিতে আনাতালিয়া মেট্রোপলিটন ফায়ার ডিপার্টমেন্ট এই খবর জানিয়েছে। সোমবার ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।  

বিবৃতিতে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৫ বছর বয়সী কিশোরী আয়ফারকে ধ্বংসস্তূপের মধ্য থেকে ৯৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা পর ১৩ বছর বয়সী ফাতমাকে উদ্ধার করা হয়।  

উদ্ধারকারীরা সিসমিক সেন্সর ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের চিহ্ন খুঁজছেন। আয়ফারের কাছে পৌঁছাতে ১০ ঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান।  

আয়ফার যেন অচেতন হয়ে না পড়ে, সেজন্য দমকলকর্মীরা তার সঙ্গে কথা বলতে থাকে। সে বলছিল আইসক্রিম খেতে ভুলে গেছে। তারা তাকে বলে তাকে নিরাপদে উদ্ধারের পর আইসক্রিম দেওয়ার প্রতিশ্রুতি করে।

এই কিশোরীর চাওয়া অনুযায়ী দমকলকর্মীরা একটি গানও বাজান।  

দমকলকর্মীরা আনাতালিয়া থেকে ৫০০ মাইলের পথ পাড়ি দিয়ে কাহরামানমারাসে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।