ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে ম্যাক্রোঁর সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ইউক্রেন ইস্যুতে ম্যাক্রোঁর সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ 

চীনের শীর্ষ এক কূটনীতিক ওয়াং ই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার তাদের সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

 

বুধবার ফ্রান্সে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইউক্রেনে শান্তি আনার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।  

এলিসি প্যালেসে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর চীনা দূতাবাস জানায়, স্বাধীন বড় শক্তি হিসেবে ফ্রান্সের ভূমিকাকে চীন মূল্যায়ন করে।  

এক বিবৃতিতে চীনা দূতাবাস বলেছে, ইউক্রেন ইস্যুতে দুই পক্ষই বিস্তর মতবিনিময় করেছে। ওয়াং ইয়েই এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন যে, চীন বস্তুনিষ্ঠতায় জোর দেয় এবং শান্তি সংলাপের প্রচারণা চালানোর চেষ্টা করে।

বিবৃতিতে বলা হয়, চীন ফ্রান্সের সঙ্গে কাজ করতে চায়। একইসঙ্গে রাজনৈতিক উপায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এই সমস্যার সমাধান করতে চায়। অস্ত্রবিরতি এবং দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চায় চীন।  

এলিসি প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশই ইউক্রেন যুদ্ধের বিষয়ে একই লক্ষ্য নিয়ে আলোচনা করেছে। ম্যাক্রোঁ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় সংঘাতের পরিণতির প্রভাবের ওপর গুরুত্বারোপ করেন।  

ওয়াং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার সঙ্গে নৈশভোজে অংশ নেন। বৃহস্পতিবার তিনি আরও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।