ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে উদ্ধার কার্যক্রম শেষ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
তুরস্কে উদ্ধার কার্যক্রম শেষ হচ্ছে

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদ বলছে, অধিকাংশ প্রদেশেই অনুসন্ধান ও উদ্ধার অভিযান হতে যাচ্ছে।  

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর দেশটির সরকারের পক্ষ থেকে অভিযান শেষ করার ঘোষণা এলো।

 

শনিবার এক সংবাদ সম্মেলনে আফাদের প্রধান ইউনিস সেজার বলেন, নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। অধিকাংশ প্রদেশেই ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার অভিযান শেষ হয়েছে।

তিনি বলেন, আমাদের বিশ্বাস, আগামীকাল রাতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শেষ করতে পারব।  

গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে দুই দেশে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।

ইউনিস সেজার বলেন, সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ মোকাবিলার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি।  

এদিকে সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ৮০০'রও বেশি। বেশিরভাগই উত্তর পশ্চিমাংশে। গত কয়েকদিনে এই সংখ্যায় পরিবর্তন আসেনি।  

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের হিসাবে তুরস্ক ও সিরিয়ায় ২৬ মিলিয়ন লোকের জন্য মানবিক সাহায্য দরকার।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।