রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার এ ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও ১১ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে হোটেল থেকে ২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এমকেএম হোটেলে অগ্নিকাণ্ড হয়। ১৬ তলা ভবনটির ছয়তলায় আগুন সূত্রপাত হয়।
আগুনে নিহতদের মধ্যে হোটেলের দুজন অতিথিও ছিলেন বলে জানা গেছে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্র- আরটি
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআইএস/এমএইচএস