ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বমঞ্চে চীন ও রাশিয়া সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
বিশ্বমঞ্চে চীন ও রাশিয়া সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: পুতিন

আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার ক্ষেত্রে বেইজিং ও মস্কোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

মস্কোতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বৈঠকে পুতিন এই মন্তব্য করেন।

খবর আল জাজিরা।  

পুতিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার ক্ষেত্রে বিশ্বমঞ্চে চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

তিনি বলেন, মস্কোতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর আশা করছেন। একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে অংশীদারত্ব জোরদার করতে চান।  

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত বক্তব্যে ওয়াং ই বলেন, বেইজিং ও মস্কোর মধ্যকার সম্পর্ক অন্য কোনো দেশের মাধ্যমে প্রভাবিত হতে পারে না।  

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ওয়াং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন। লাভরভ বলেন, আমাদের বন্ধন গতিশীলভাবে উন্নত হচ্ছে। বিশ্ব আঙিনায় অস্থিরতা থাকার পরও দেখিয়েছি যে, আমরা একে অপরের স্বার্থ রক্ষা নিয়ে কথা বলতে প্রস্তুত।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।