ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কর্মীদের বেতন বাড়াচ্ছে হোন্ডা-টয়োটা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
কর্মীদের বেতন বাড়াচ্ছে হোন্ডা-টয়োটা

জীবনযাপন ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করতে এবার বড় ধরনের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও টয়োটা।

জাপানের মুদ্রাস্ফীতি গেল ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ফলে জীবনযাপন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে জাপানিরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি

বুধবার (২২ ফেব্রুয়ারি) টয়োটা জানায়, গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বেতন ও বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ বিষয়ে টয়োটার প্রেসিডেন্টের দাবি, এ বেতন বৃদ্ধি জাপানের মটর ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে কী পরিমাণ বেতন বাড়ানো হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি।

এদিকে হোন্ডা জানিয়েছে, তারাও তিন দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তরুণ কর্মীদের প্রবেশনারি পর্যায়ের বেতনও বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।