ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করতে চায়: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করতে চায়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করতে চায়। তারপর তারা বিশ্বের বৃহত্তম কাঁচামাল উৎপাদনকারী এই দেশটির নিয়ন্ত্রণ করতে চায়।

রোববার প্রচারিত রসিয়া-১ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেছেন।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ‘একক লক্ষ্য ছিল-সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর প্রধান অংশ-রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা। তাদের পরিকল্পনাগুলো কাগজে-কলমে করা হয়েছে, যদিও কোথায় তা উল্লেখ করা হয়নি। ’

তবে এমন অভিযোগ অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন যে, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে একটি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। যদিও তিনি বলেছেন, পুতিনের ক্ষমতায় থাকা উচিত নয়।

এদিকে সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, ‘ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে মার্কিন ও ইউরোপীয়রা। এটি প্রমাণ করে যে, তারা কিয়েভ সরকারের অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে। তারা স্নায়ু যুদ্ধের দুঃস্বপ্ন দেখছে। ’

সূত্র- সিএনবিসি

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।