পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে শনিবার (৪ মার্চ) পুলিশের হাতে গ্রেপ্তার হোন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তবে ওইদিন বিকেলেই আবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি।
পরে আদালত থেকে বের হয়ে হুমকি দেন কৌস্তভ। তিনি বলেন, ‘মমতার রাতের ঘুম কেড়ে নেব। ’
ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে মাথা ন্যাড়া করে ফেলেন এ কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘যত দিন না মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখব না। ’
হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তুভের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশে। যদিও কংগ্রেস অভিযোগ করে, ‘বিনা কারণে’ পুলিশ তাদের আইনজীবী-নেতাকে গ্রেফতার করে।
প্রদেশ কংগ্রেস ও বামদল কৌস্তুভের গ্রেফতারে কড়া নিন্দা জানিয়েছে। তারা জানায়, এ ঘটনা নিয়ে তারা জাতীয় স্তরে আন্দোলন করবেন।
পুলিশের বক্তব্য, হুমকি ও অশান্তি ছড়ানোর দায়ে কৌস্তুভকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সেই মামলা ওঠে ব্যাঙ্কশাল আদালতে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমএইচএস