ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, মার্চ ১২, ২০২৩
হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করল ইতালি

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালি।

দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এসব অভিবাসীরা জনাকীর্ণ নৌকায় অনিরাপদ অবস্থায় ভূমধ্যসাগরে ভাসছিলেন।

শুক্রবার থেকে তাদের উদ্ধারে কাজ শুরু করে ইতালির কোস্টগার্ড। গত দুই সপ্তাহ আগে দেশটির উপকূলে নৌকা ডুবে ৭৬ অভিবাসন প্রার্থী মারা যান।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, উপকূলে তিনটি নৌকা দেখতে পেয়ে তারা উদ্ধার অভিযান শুরু করে। এর মধ্যে একটি নৌকা ছিল দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়ানের ক্রোতোনে শহরের উপকূলে। অন্য দুটোও ছিল আশপাশের এলাকায়।

কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, শনিবার সকালে প্রথম নৌকা থেকে ৪৮৭ জনকে উদ্ধার করে ক্রোতোনে বন্দরে নিয়ে আসা হয়। আরেকটি উদ্ধার অভিযানে ৫০০ অভিবাসীকে উপকূলে নিয়ে আসা হয়েছে।

এর আগে সমুদ্রে বিভিন্ন নৌকায় ভাসতে থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রার্থী বিপদে রয়েছেন বলে জানিয়েছিল ইতালির কোস্টগার্ড।

এক বিবৃতিতে বাহিনীটি বলেছিল, বিপদের মধ্যে রয়েছে হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।