ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পূর্ব সিকিমে ভারী তুষারপাত, আটকে প্রায় ১০০০ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
পূর্ব সিকিমে ভারী তুষারপাত, আটকে প্রায় ১০০০ পর্যটক

ভারতের পূর্ব সিকিমে প্রবল তুষারপাতে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী।

আটকা পড়াদের মধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম রোববার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে সিকিমের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নাথুলা ও ছাঙ্গু থেকে যাতায়াতের রাস্তায় তুষারপাতের কারণে একশোরও বেশি গাড়ি আটকে পড়েছিল। বরফ সরিয়ে তাদের উদ্ধারকাজ চালু হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত ১০টার মধ্যে ১৪-১৫টি পর্যটক গাড়িকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অনেককেই স্থানীয় সেনা ব্যারাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার বিকেল থেকে পূর্ব সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। সন্ধ্যায় শুরু হয় প্রবল তুষারপাত। এর জেরে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকা পড়েন পর্যটকরা। পাহাড়ি রাস্তার মধ্যেই দীর্ঘক্ষণ আটকেছিলেন তারা।

জানা গেছে, ১৫ মাইল এলাকায় কমপক্ষে ১১৩টি গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। এসব গাড়িতে সবমিলিয়ে হাজারের কাছাকাছি পর্যটক ছিলেন।

খবর পেয়েই উদ্ধারে নামে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে অধিকাংশ মানুষকেই সরানো সম্ভব হয় রাত ১২টার মধ্যে। তাদেরকে গ্যাংটক শহরে ফিরিয়ে আনা হয়। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।