ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পঞ্চম বিয়ে করতে যাচ্ছেন ৯২ বছর বয়সী রুপার্ট মারডক 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
পঞ্চম বিয়ে করতে যাচ্ছেন ৯২ বছর বয়সী রুপার্ট মারডক 

৯২ বছর বয়সী মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক ৬৬ বছর বয়সী অ্যান লেসলে স্মিথের সঙ্গে বাগদান সেরেছেন।  

এটি রুপার্টের পঞ্চম বিয়ে হতে যাচ্ছে।

বাগদত্তা অ্যান লেসলে সাবেক পুলিশ কর্মকর্তা। খবর বিবিসি।  

গেল সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়।  

এই ব্যবসায়ী নিউইয়র্ক পোস্টকে বলেন, প্রেমে পড়া নিয়ে ভীত ছিলাম। কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ হতে যাচ্ছে। এটি আরও ভালো। আমি খুশি।  

রুপার্ট মারডক গেল বছর তার চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে থেকে আলাদা হয়ে যান।  

মারডক বলেন, সেন্ট প্যাট্রিক ডে- তে স্মিথকে প্রস্তাব দিয়েছিলেন। এ সময় খুব নার্ভাস হয়ে পড়েন তিনি।  

অ্যান লেসলে স্মিথের স্বামী প্রয়াত চেস্টার স্মিথ, তিনি ছিলেন একজন সংগীতশিল্পী, রেডিও ও টিভি এক্সিকিউটিভ।

স্মিথ নিউইয়র্ক পোস্টকে বলেন, আমাদের জন্য এটি সৃষ্টিকর্তার উপহার। গেল সেপ্টেম্বরে আমাদের দেখা হয়।  

তিনি বলেন, আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের বিশ্বাস একই।  

প্রথম তিন স্ত্রীর সংসারে রুপার্টের ছয় সন্তান রয়েছে। তিনি বলেন, জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই।  

সামনে গ্রীষ্মের শেষে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। তারা ক্যালিফোর্নিয়াম, মন্টানা, নিউইয়র্ক ও যুক্তরাজ্যে তাদের সময় কাটাবেন।  

রুপার্ট মারডক আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মান ও চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং ও জেরি হলকে বিয়ে করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।