ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট

থাইল্যান্ডে আগামী মে মাসের শুরুতেই সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট।

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ পার্লামেন্ট বিলুপ্তির ডিক্রি অনুমোদন করে নির্বাচনের পথ সুগম করে দিয়েছেন।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করাই নিয়ম।

আগামী মে মাসে থাইল্যান্ডে নির্বাচনের কথা বলয়া হলেও এখনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে থাই উপপ্রধানমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, সোমবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে নির্বাচন হতে পারে ১৪ মে।

এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার নতুন ইউনাইটেড থাই নেশন পার্টির বিপরীতে লড়াই করবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন পিউ থাই পার্টি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।