ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনকে গ্রেফতারের চেষ্টা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
পুতিনকে গ্রেফতারের চেষ্টা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের চেষ্টা করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে।  

তিনি বলেন, কল্পনা করা যাক- অবশ্যই এই পরিস্থিতি কখনো অনুধাবন করা যাবে না, কিন্তু এরপরও কল্পনা করা যাক।

পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রের প্রধান একটি অঞ্চলে গেলেন, যেমন- জার্মানি এবং তিনি গ্রেপ্তার হলেন। এরপর কী হবে? এটি হবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

বৃহস্পতিবার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরা।

তিনি বলেন, এই ক্ষেত্রে আমাদের যত গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র সব উড়ে যাবে জার্মানির দিকে, চ্যান্সেলর কার্যালয়ের দিকে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে গেল শুক্রবার পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানার পর মেদভেদেভ হেগের আন্তর্জাতিক আদালতে হাইপারসনিক মিসাইল হামলা করার ‘হুমকি’ দেন।

তিনি বলেন, ‘উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে হেগের আদালত ভবনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করাই যায়। ’

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।