ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টুথব্রাশ দিয়ে দেয়ালে গর্ত করে কারাগার থেকে পালায় দুই বন্দি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
টুথব্রাশ দিয়ে দেয়ালে গর্ত করে কারাগার থেকে পালায় দুই বন্দি

দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে কারাগারের দেয়ালে গর্ত করে পালিয়ে গেছেন দুই বন্দি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে।

ছবির গল্পের মতো পালিয়ে লাভ হয়নি ওই দুই কারাবন্দির। পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই একটি রেস্তরাঁয় বসে প্যানকেক খাওয়ার সময় পুলিশ আবার তাদের গ্রেফতার করে।

সংবাদমাধ্যম ‘নিউপোর্ট নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, জেল পালানো ওই দুই আসামির নাম জন গারজা ও আরলি নিমো। গত সোমবার সন্ধ্যায় তারা জেল থেকে নিখোঁজ হয়ে যান। তাদের কক্ষ তল্লাশি করে একটি গর্তের খোঁজ পাওয়া যায়।

জেল কর্তৃপক্ষের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হলে তারা তল্লাশি অভিযান শুরু করেন। যদিও পুলিশকে বেশি কসরত করতে হয়নি। মঙ্গলবার ভোরে জেলের কাছেই হ্যাম্পটন শহরের একটি রেস্তরাঁয় খাবার খাওয়ার সময় তাদের আবার গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ার পর ওই দুই আসামি জানান, টুথব্রাশ ও একটি ধাতব বস্তু ব্যবহার করে তারা জেলের ভিতরে ওই গর্ত করেছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গারজা আদালত অবমাননার জন্য ও নিমো ক্রেডিট কার্ড জালিয়াতির জন্য সাজা খাটছেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।