ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ বেসামরিক নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছেন। গত দিনের এই হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।  

প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের কোস্তিয়ানতিনিভকা শহরে একটি সহায়তা স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাঁচজন নিহত হন।  

রাতে রকেট, কামান ও বিমান হামলায় সুমি প্রদেশের বিলোপিলিয়ায় দুই বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। উত্তর-পূর্বাঞ্চলের প্রশাসন এই দাবি করেছে।  

দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চল, জেলেনস্কি যেখানে বৃহস্পতিবার ঘুরে এলেন, সেখানে রাশিয়ার হামলায় একজন নিহত হন। বিলোজেরকায় এক বেসামরিক নিহত ও চারজন আহত হয়েছেন।  

গেল বুধবার কিয়েভের দক্ষিণাঞ্চলে একটি স্কুলের ছাত্রাবাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হন বলে জানিয়েছে এপি।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।