ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ক্যাম্পেইন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ক্যাম্পেইন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করলেন ডোনাল্ট ট্রাম্প। টেক্সাসে করা এই ক্যাম্পেইনে সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে করা তদন্তের সমালোচনাও করেছেন।

ডোনাল্ড ট্রাম্প শনিবারের এই ক্যাম্পেইন শুরু করেন ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মাধ্যমে। এ সময় ট্রাম্পের রেকর্ড করা একটি প্রতিশ্রুতি ভিডিও দেখানো হয়।

২০২১ সালে ক্যাপিটল হিলের সামনে যারা বিদ্রোহ করেছিল তাদের পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, তারা সবাই নির্দোষ প্রমাণিত হবে।

এসময় তার বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেন।

পর্ন তারকা স্টোরমি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে নিজের সামাজিক মাধ্যমে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad