ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিসিসিপিতে টর্নেডো, নিহতের সংখ্যা বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
মিসিসিপিতে টর্নেডো, নিহতের সংখ্যা বেড়ে ২৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৫ জন মিসিসিপির।

বাকি একজন আলাবামার।

স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) আঘাত হানা টর্নেডোতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখনো চলছে উদ্ধার অভিযান।

মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর টেট রিভস ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তাছাড়া মিসিসিপি থেকে প্রকাশিত ছবিগুলোকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বাইডেন বলেন, যতদিন লাগে আমরা বিধ্বস্ত এলাকায় কাজ করব। পুনরুদ্ধার প্রক্রিয়ায় সাহায্য করতে একসঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বেশ কয়েকটি গ্রামীণ শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে টর্নেডোটি। ভেঙে গেছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

মিসিসিপির কিছু এলাকায় চলছে ভারি বৃষ্টি।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।