ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা, নিহত ৬ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা, নিহত ৬ 

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। আল জাজিরা।  

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকোর সোমবার এক টুইটে বলেন, হামলাকারীদের লক্ষ্য ছিল আফগান বাহিনী। কিন্তু বিস্ফোরক বহনকারী ব্যক্তির শরীরেই বিস্ফোরণ ঘটে। এতে ছয়জনের প্রাণহানি ঘটে, এতে কয়েকজন আহত হয়েছেন।  

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জার্দান বলেন, মন্ত্রণালয়ের কাছের একটি তল্লাশি পয়েন্টে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল।  

তিনি বলেন, মালিক আসগর স্কয়ারে... আত্মঘাতী হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই শনাক্ত হন। বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।  

তবে লক্ষ্য কী ছিল, তা তিনি বলেননি। বিস্ফোরণটি যে তল্লাশি পয়েন্টে ঘটেছে, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি কয়েকটি ভবনে যাওয়ার প্রবেশপথে তল্লাশি করে থাকে। এই পয়েন্ট শহরে ব্যস্ত একটি এলাকায়।  

জার্দান জানান, আহতদের মধ্যে তালিবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।