ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাপোরিঝিয়া অঞ্চলে সফর করেছেন। এর আংশিক এখনও রাশিয়ার সৈন্যদের দখলে।
টেলিগ্রামে একটি ছবি পোস্ট করে জেলেনস্কি লেখেন, এখানে আমাদের সামরিক বাহিনীর পাশে আসতে পেরে আমি সম্মানিত।
তিনি লেখেন, ইউক্রেন, আমাদের সার্বভৌমত্ব, শহর ও সন্তানদের রক্ষাকারী প্রত্যেক সৈন্যের কাছে আমি কৃতজ্ঞ। আমরা অবশ্যই জিতব।
গেল সপ্তাহে জেলেনস্কি ফ্রন্টলাইনের কাছে পূর্ব দোনেৎস্ক অঞ্চলের একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে যান।
এদিকে, রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বাখমুত সফর করেছেন। এই শহরে এবং এর কেন্দ্রীয় জেলাগুলোতে তীব্র লড়াই চলছে।
রাশিয়ার সাংবাদিক আলেক্সান্ডার সিমোনভের ধারণ করা একটি ভিডিওচিত্র সোমবার অনলাইন মাধ্যমে আপলোড হয়। এই ভিডিও নিয়ে সিমোনভ বলেন, ভাগনার গ্রুপ সবসময় সাংবাদিকদের ফ্রন্টলাইনে যোগ দিতে দেয় না। আমি এই গ্রুপের প্রধানের কাছে সুযোগ চেয়েছিলাম, তিনি বাখমুতখা নদীর কাছে যোদ্ধাদের অবস্থানে নিয়ে যেতে রাজি হয়েছিলেন। এখন বাখমুতের কেন্দ্রীয় অঞ্চলগুলোতে তীব্র লড়াই চলছে।
আগের দিন যোদ্ধারা বলেছিলেন, ভাগনার বাখমুতের উত্তরাঞ্চলে অভিযান চালিয়েছে এবং ইউক্রেনের ৩০ সৈন্যকে হত্যা করেছে। সিএনএন এই তথ্যের নিশ্চয়তা যাচাই করেনি।
প্রিগোজিন বলেন, এখন আমরা ফ্রন্টলাইনে রয়েছি। আমরা ভালো কী করতে পারি, তাই দেখছি, দ্রুত দেখছি।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএইচ