ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র কিনে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন সেই বন্দুকধারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
অস্ত্র কিনে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন সেই বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের স্কুলে হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা বন্দুকধারীর বাড়ি থেকে সাতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, বন্দুকধারী অস্ত্রগুলো কিনে বাড়িতে লুকিয়ে রেখেছিল।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বুধবার (২৯ মার্চ) বিবিসি এ তথ্য জানিয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, বন্দুকধারীর বাবা-মা জানতেন না যে তাদের বাড়িতে এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ছিল।

সোমবার কভেনেন্ট স্কুলের ওই হামলায় নয় বছর বয়সী তিন শিশুসহ মোট ছয়জন নিহত হয়।

পুলিশ বন্দুকধারী অদ্রে হালের পিতা-মাতার সঙ্গে কথা বলেছে। তারা জানতে পেরেছে, অদ্রে হালে মানসিক ব্যাধির জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

হালের বাবা-মা ভেবেছিলেন তার কাছে মাত্র একটি বন্দুক ছিল, কিন্তু তা বিক্রি হয়ে গেছে।

নাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক বলেছেন, বন্দুকধারীর বাবা-মা বিশ্বাস করে যে তার অস্ত্রের মালিক হওয়া উচিত নয়। এমনকি তাদের বাড়ির মধ্যে যে এতগুলো অস্ত্র লুকিয়ে রাখা ছিল, তাও তারা জানতেন না।

ড্রেক বলেন, শহরের আশপাশের পাঁচটি দোকান থেকে বৈধভাবে অস্ত্রগুলো কেনা হয়েছিল।

এর আগে জন ড্রেক বলেছিলেন, কর্মকর্তারা মনে করছেন, হামলাকারীর অন্য কোনো উদ্দেশ্য ছিল।  

তিনি বলেন, ২৮ বছর বয়সী ওই হামলাকারী নাশভিল শহরেরই। তার বাড়িতে যেসব প্রমাণ পাওয়া গেছে, তা এটি নিশ্চিত করে যে, হামলাটি বেশ পরিকল্পিত।

দ্য কভেনেন্ট স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারী ও তিন শিশুসহ ৭ জন নিহত হোন।

স্কুলের ভেতর এমন ভয়াবহ বন্দুক হামলার পর হামলাকারীর পরিচয় খুঁজে বের করে পুলিশ। এখন পর্যন্ত বিভিন্ন তথ্য পেয়েছেন তারা।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।