ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলা

পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে ইসরায়েলি পুলিশের অভিযানের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা করেছে লেবানন। এরই প্ররিপ্রেক্ষিতে বর্তমানে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (৭ এপ্রিল) ভোরে ইসরায়েলের সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘বর্তমানে লেবাননে হামলা চালানো হচ্ছে’।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘শত্রুদের যেকোনো আগ্রাসনের মূল্য দিতে হবে’। এর পরপরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে লেবানন বা গাজায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩৪টি রকেট ছোড়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছোড়া ১৫টি রকেটকে বাধা দিয়েছে।

এই সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর বারবার ইসরায়েলি হামলার ফলে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার ভেতর হামলা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সৈন্যরা মুসল্লিদের মারধর করছিল তখন নারী ও শিশুরা পেছন থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।