ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা-লেবাননে নতুন করে হামলা না চালানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
গাজা-লেবাননে নতুন করে হামলা না চালানোর ঘোষণা

গাজা উপত্যকা ও লেবাননে নতুন করে আর হামলা চালাবে না ইসরায়েল। এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘এ মুহূর্তে আমাদের অপারেশন শেষ।

’ 

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘উত্তেজনা বৃদ্ধি পাক কেউ এখন এমনটা চায় না। ’

তিনি আরও বলেছেন, ‘অন্তত আগামী কয়েক ঘণ্টা শান্তির জবাব শান্তির মাধ্যমেই দেওয়া হবে। ’

পবিত্র আল-আকসা মসজিদে টানা দুই দিন ইসরায়েলি পুলিশ তাণ্ডব চালানোর পর গত বুধবার ও বৃহস্পতিবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন থেকে রকেটগুলো ছোড়া হয়।

এর জবাবে লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনারা হামলা চালানোর পর ‘উত্তেজনা’ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।

তবে শুক্রবার (৭ এপ্রিল) ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা নতুন করে আর হামলা চালাবে না।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার যে লক্ষ্যবস্তুগুলো, সেটি ছিল উন্মুক্ত স্থান। আল জাজিরার জেইনা খোদরের মতে, উত্তেজনা এড়াতেই ইসরায়েল হামলার জন্য উন্মুক্ত স্থান বেছে নিয়েছে।

বৈরুতে থাকা খোদর বলেছেন, এটি সত্যিই ইঙ্গিত দেয় যে ইসরায়েল উত্তেজনা চাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।