ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই শতাধিক সেনা বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
দুই শতাধিক সেনা বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

দুই শতাধিক সেনা বন্দি বিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন।

সোমবার (১০ এপ্রিল) রাত্রীকালীন নিয়মিত বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।

বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সেনাদের হাতে বন্দি সব সেনাকে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টায় দুই শতাধিক সেনা বন্দি বিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন। রাশিয়ার বন্দিত্ব থেকে ৮০ জন পুরুষ এবং ২০ জন নারী সেনা ইউক্রেনে ফিরেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইস্টারের আগে শতাধিক পরিবার সত্যিকারের আনন্দ পেয়েছে। আমরা অবশ্যই রাশিয়ার বন্দিত্ব থেকে আমাদের সবাইকে ফিরিয়ে আনতে কাজ করব। ’

জেলেনস্কি তার চলমান বৈদেশিক নীতি এবং কূটনৈতিক প্রচেষ্টার রূপরেখা উল্লেখ করেন। সোমবার তিনি গ্রিসের প্রধানমন্ত্রী, প্রখ্যাত ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্রানসনের সঙ্গে সাক্ষাৎ করেন। একইদিন তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চুক্তিতে মিলিত হন।

জেলেনস্কি জানান, জার্মানি তাদের সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। সহায়তার মধ্যে রয়েছে সাঁজোয়া যান, গোলাবারুদ, ওষুধ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।