ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে ৯৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে ৯৭

সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯৭-এ দাঁড়িয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) তিনঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

বলা হয়েছিল, এই সময়ের মধ্যে বেসামরিক মানুষকে নিরাপদ জায়গায় চলে যেতে হবে।

যুদ্ধবিরতি শেষে ফের সংঘর্ষ শুরু হয়। রাজধানী খার্তুম ও অন্যান্য অংশে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে এখনও তীব্র লড়াই হচ্ছে।

চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, এই লড়াইয়ে অন্তত ৯৭ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।

এদিকে সামরিক নেতা আব্দেল-ফতেহ বুরহান ও আধাসামরিক বাহিনীর নেতা হামদান ডাগালোর সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। তিনি তাদের অবিলম্বে আলোচনায় বসার অনুরোধ করেছেন।

এই সংঘর্ষের জেরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সাময়িকভাবে দেশটিতে তাদের কাজকর্ম স্থগিত রেখেছে। কারণ, তাদের তিনজন কর্মী মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন, কর্মীদের সুরক্ষা নিশ্চিত না হলে তারা কাজ শুরু করবেন না।

মধ্যস্থতার প্রস্তাব

মিশর ও সাউথ সুদান এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাদের মতে, সুদানে উত্তেজনা কমানো জরুরি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।