ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য নতুন করে আরও ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার এ সহায়তা প্যাকেজ ঘোষণা করে ওয়াশিংটন।

নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে প্রয়োজনীয় আর্টিলারি রাউন্ডের পাশাপাশি আর্মারবিরোধী অস্ত্র রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, প্যাকেজটিতে হিমার্স রকেট সিস্টেম, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন এবং নয় মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদ রয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ ঘোষিত প্যাকেজ নিয়ে রুশ আগ্রাসনের পর ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ তিন হাজার ৫৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।