ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উৎক্ষেপণের পর মাঝ আকাশেই ধ্বংস মাস্কের ‘স্টারশিপ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
উৎক্ষেপণের পর মাঝ আকাশেই ধ্বংস মাস্কের ‘স্টারশিপ’

উৎক্ষেপণের কিছু সময় পরই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে মহাকাশযান স্পেসএক্স-এর স্টারশিপ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের লঞ্চ প্যাড থেকে সফলভাবেই যাত্রা করেছিল মনুষ্যবিহীন রকেটটি।

রকেট উৎক্ষেপণের তিন মিনিটের মধ্যেই ওপরের অংশ থেকে বুস্টারটি বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল। তা না হয়ে, চার মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে যায় স্টারশিপ।

যদিও এটিকে ব্যর্থতা মানতে নারাজ স্পেসএক্স। বিশাল মহাকাশযানটি যখন বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলীতে পরিণত হয়েছে, তখন সদর দফতরে চলছে উদযাপন।

তাদের বক্তব্য, মহাকাশযানটি যে মাটি থেকে ঠিকভাবে উৎক্ষেপণ করা গেছে, লঞ্চ প্যাডেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়নি, সেটাই বড় সাফল্য।

এদিকে স্পেসএক্সের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির মালিক ইলন মাস্ক। টুইটে তিনি লিখেছেন, ‘কয়েক মাসের মধ্যেই পরবর্তী পরীক্ষামূলক লঞ্চ। আর তার জন্য আজকের উৎক্ষেপণ থেকে অনেক কিছু শেখা সম্ভব হয়েছে। ’

প্রসঙ্গত, স্পেসএক্স এমন একটি মহাকাশযান তৈরি করতে চাচ্ছে, যা বার বার ব্যবহার করা যাবে। স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি উঁচু।

মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র‍্যাপ্টর ইঞ্জিন রয়েছে। ২০২৫ সালের মধ্যে তিন মহাকাশচারীকে এই মহাকাশযানে করে চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।