ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া

রাশিয়া থেকে জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানান।

রাষ্ট্রীয় টেলিভিশন জাভেজদাকে মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো ‘২০ জনেরও বেশি’ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের আরেকটি ‘গণবহিষ্কার’-এর নিন্দা জানানোর কিছু সময় পরই রুশ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘোষণা দেন।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা রাশিয়ার এমন সিদ্ধান্ত আমলে করেছে।

মন্ত্রণালয় এএফপিকে বলেছে, ফেডারেল সরকার এবং রাশিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদেশে তাদের কর্মরত কর্মীদের বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।

রাশিয়ার দূতাবাসের কর্মীদের জার্মানি ছেড়ে যাওয়া এরই অংশ বলে মন্তব্য করেন ওই কর্মী। তবে ঠিক কতজন রাশিয়ান কূটনীতিক চলে গেছেন, তা জানাননি তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।