সংঘাতের মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত থাকলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা জানানো থেকে বিরত থাকল ভারত।
শুক্রবার (৫ মে) গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থিত হন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
উল্টে ভারতীয় প্রথা অনুসারে নমস্কার জানান জয়শঙ্কর। পাল্টা নমস্কারের মাধ্যমে এর উত্তর দেন বিলাওয়ালও।
ভারতের গোয়ার রাজধানী পানাজিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও কাউন্সিলের বৈঠক। দুই দিনের এই বৈঠকের আজ শেষ দিন। এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আয়োজক দেশের কর্মকর্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়শঙ্কর। বিলাওয়ালকেও তিনিই আমন্ত্রণ জানান।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ মে) উচ্চপদস্থ পাক কর্মকর্তাদের নিয়ে ভারতে আসেন বিলাবল।
পাকিস্তানের পক্ষে বিলাওয়ালের এই সফর প্রসঙ্গে আগেই বলা হয়েছিল, এসসিও গোষ্ঠীর প্রতি তাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখেই তারা এই বৈঠকে যোগদান করবেন।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএইচএস