ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুহুর্মুহু আফটারশকে বিপর্যস্ত জাপানে নিহত ১, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৬, ২০২৩
মুহুর্মুহু আফটারশকে বিপর্যস্ত জাপানে নিহত ১, আহত ২৯

শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন পর অর্ধশতাধিক আফটারশক ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপান। এতে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

শনিবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার (৬ মে) সকালে প্রায় ৫৫টি আফটারশক আঘাত হানে, যার মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী ছিল। এতে অন্তত ২৩ জন আহত হয়েছে।

সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের কারণ হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

দেশটির জরুরি পরিষেবা দপ্তর জানিয়েছে, কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ণয় করেছেন এবং উচ্চ গতির ট্রেন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (৫ মে) দুপুরে মধ্য ইশিকাওয়া অঞ্চলে ১২ কি. মি. গভীরতায় আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি লোক সিঁড়ি থেকে পড়ে মারা যান। জাপানের কিয়োডো নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।