ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে গাড়িচাপায় প্রাণ গেল ৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
টেক্সাসে গাড়িচাপায় প্রাণ গেল ৮ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়িচাপায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় রোববার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে।

বিবিসি বলছে, ঘাতক চালককে আটক করে তার নামে মামলা করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না তা স্পষ্ট নয়।

এর আগে এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে, এটি একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলের পাশে থাকা বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি এসইউভি অনেক গতি নিয়ে বাসস্টপের কাছে আসছে। গাড়িটি সেখানে আঘাত করলে বাসস্টপের অবকাঠামো প্রায় ২০০ ফিট দূরে গিয়ে পড়ে।

মালডোনাডো বলেন, ঘটনার আধা ঘণ্টা আগে প্রায় ২০ জনের একটি দল বাসের জন্য সেখানে যায়।

তিনি এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন যে, নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।

ঘটনার পর পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল গণমাধ্যমকে বলেন, অভিবাসীদের থাকার জন্য তৈরি একটি আবাসনের বাইরে বাস থামার স্থানে লোকজন অপেক্ষা করছিল। এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে নিহতদের মধ্যে কোনো অভিবাসী আছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯০৪, মে ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।