ইমরান খানের পর এবার গ্রেপ্তারের মুখে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতারা। এতে বিক্ষোভে-সহিংসতা ছড়িয়ে পড়েছে পাকিস্তান জুড়ে।
চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত পাকিস্তানে আটজন নিহত হয়েছেন।
এদিকে ইমরান খানকে গ্রেপ্তার ও দেশটির চলমান অস্থিরতায় সামরিক বাহিনীর সমালোচনায় মুখর নেটিজেনরা। আর সমালোচনা করতে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন ১৯৭১ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
ইমরানকে গ্রেপ্তারের পর বাংলাদেশকে নিয়ে নানা পোস্ট ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানি সোশাল মিডিয়ায়।
তাহির রিয়াজ নামের এক প্রবাসী পাকিস্তানি তার ভেরিফায়েড টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমরা আমাদের বাংলাদেশি ভাইদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চাইতে দায়বদ্ধ। ১৯৭১ সালের ঘটনার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা হৃদয়বিদারক। তখন কর্তৃত্ববাদীরা পূর্ব পাকিস্তান হারিয়েছে, এবং এখন তারা পাকিস্তানি জনগণকে হারিয়েছে!’
We owe our Bangladeshi brothers an unconditional apology. It's heartbreaking to juxtapose current situations with events from 1971. First the establishment lost East Pakistan, and now they have lost the Pakistani people!#ImranKhan #WhatsApp #sheikhmujibur #Bangladeshi pic.twitter.com/VDmj3A77H2
— Tahir Riaz (@tahirriaz_) May 10, 2023
আরেকটি পোস্টে তিনি বঙ্গবন্ধু ও ইমরান খানের ছবি ব্যবহার করে একটি কার্ড বানিয়েছেন। যার শিরোনামে লিখেছেন ‘দে জা ব্যু’, যার অর্থ অতীতের পুনরাবৃত্তি।
When Sheikh Mujib advocated civil disobedience in March 1971, the Pakistani military responded with a violent crackdown. Mujib was captured and sent to West Pakistan, where he remained in isolation until the end of the war.
— Tahir Riaz (@tahirriaz_) May 10, 2023
The Pakistani Army's actions throughout this time… pic.twitter.com/xA0WqCOXu4
সেই ছবির পোস্টে লিখেছেন, ‘১৯৭১ সালের মার্চে শেখ মুজিব যখন অসহযোগ আন্দোলন শুরু করে, তখন (এর বিপরীতে) পাকিস্তানি সামরিক বাহিনী সহিংস দমন প্রতিক্রিয়া অনুসরণ করে। মুজিবকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয়। সেখানে তিনি যুদ্ধের শেষ পর্যন্ত বন্দি ছিলেন। এই সময়কালে পাকিস্তানি সেনাবাহিনীর ক্রিয়াকলাপগুলো আজকের মতোই ছিল। আর সেটা হলো- ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং প্রতিপক্ষকে হত্যা। ’
You think he was the villain! You think he broke Pakistan? It’s high time that we realise that our Bengali brothers never hated us (the people of Pakistan), they never chanted Pakistan Murdabad. Sheikh Mujib was a democratically elected leader! Guess, who was the villain? #Pak pic.twitter.com/EbZ3KgPzCc
— Zain Goplani (@ZainGoplani) May 10, 2023
করাচির বাসিন্দা জেইন গুপ্লানি তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘আপনি মনে করেন তিনি (শেখ মুজিব) ভিলেন ছিলেন! আপনি কি মনে করেন, তিনি পাকিস্তান ভেঙে দিয়েছেন? এটা আমাদের জানার সময় এসেছে যে, আমাদের বাঙালি ভাইয়েরা কখনই আমাদের (পাকিস্তানি জনগণকে) ঘৃণা করেনি। তারা কখনো পাকিস্তান মুর্দাবাদ বলে চিৎকার করেনি। শেখ মুজিব গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা ছিলেন! (তাহলে) খলনায়ক কে ছিল অনুমান করুন?’
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমএইচএস