আট বছর বয়সী এক শিশু হারিয়ে গিয়েছিল মিশিগানের জঙ্গলে। সেখানে সে দুদিন টিকেছিল তুষার খেয়ে আর গাছের গুঁড়ির পেছনে আশ্রয় নিয়ে।
নান্তে নিমি নামে ওই শিশু গেল শনিবার তার পরিবারের সঙ্গে পরকুপাইন মাউন্টেইনস স্টেট পার্কে ক্যাম্পিং করতে গিয়ে নিখোঁজ হয়।
আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে গিয়ে হারিয়ে যায় শিশুটি। তাকে উদ্ধার করতে খুঁজতে নামেন অনেক লোক।
সোমবার তাকে একটি কাঠের গুড়ির নিচে পাওয়া যায় সুস্থ অবস্থায়। যে জায়গায় তাকে পাওয়া গিয়েছিল, তা ক্যাম্প থেকে দুই কিলোমিটার দূরত্বে ছিল।
মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শিশুটি বেশ সাহসী। সে একটি গাছের গুঁড়ির নিচে আশ্রয় নিয়েছিল। তাকে খুঁজে পাওয়া গেছে।
শিশুটি পুলিশকে বলেছে, নিজেকে হাইড্রেটেড রাখতে সে পরিষ্কার তুষার খেয়েছে।
পুলিশ বলছে, শিশুটি তার পরিবারের কাছে ফিরেছে। শিশুটির মা উদ্ধারে জড়িতদের ধন্যবাদ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএইচ