ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওবামা-বুশ-ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জানুয়ারি ২০, ২০২৫
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওবামা-বুশ-ক্লিনটন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশটির সাবেক কয়েকজন প্রেসিডেন্ট। আজ সোমবার তিনি শপথ নিতে যাচ্ছেন।

 

ক্যাপিটলে আয়োজিত শপথ অনুষ্ঠানস্থলে এরইমধ্যে পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তার সঙ্গে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা নেই। তার অনুপস্থিতির খবর অবশ্য আগেই জানা গিয়েছিল।

এ ছাড়া অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন। সেখানে আরও উপস্থিত রয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ।  

ক্যাপিটলে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে তারা হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। সেখানে পৌঁছালে বাইডেন ট্রাম্পকে স্বাগত জানান।

পরে তারা একটি লিমুজিন গাড়িতে করে হোয়াইট হাউস থেকে ক্যাপিটলের উদ্দেশে রওনা দেন। তাদের গাড়িবহরটি যে সড়ক দিয়ে যায়, সেই সড়কে বহু নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।  

গত নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।