ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ভোর থেকে দখলদার গোষ্ঠী গাজার কেন্দ্রীয় ও দক্ষিণে হামলা চালিয়ে আসছে।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে, গাজার আজ-জাওয়ায়েদা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১১ সদস্যের মৃত্যু হয়েছে।
নিহতের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর পাল্টা হামলা, তথা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের ৬৫ হাজার ৪১৯ সাধারণ নাগরিক নিহত হয়েছে। আহতের সংখ্যা এক লাখ ৬৭ হাজার ১৬০।
স্থানীয় সরকারের দাবি, এ সময় পর্যন্ত যতগুলো ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হয়েছে, সেসবের নিচেও শত শত ফিলিস্তিনি চাপা পড়েছেন।
এদিকে গাজায় ‘ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষের কারণে’ ইউরোপের কয়েকটি দেশ থেকে খাবার-ওষুধ সহায়তা নিয়ে কয়েকটি নৌকা নিয়ে স্বেচ্ছাসেবীরা রওনা করে। সেসব নৌকায় ড্রোন হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে স্পেন ও ইতালি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের নৌ-বাহিনী পাঠাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ড্রোন হামলার ঘটনাটি গ্রিসের দক্ষিণাঞ্চলের কাছাকাছি সমুদ্রে ঘটেছে।
এএটি/এমজে