ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির রাজধানীর কেন্দ্রস্থলে ব্যাপক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
ইতালির রাজধানীর কেন্দ্রস্থলে ব্যাপক বিস্ফোরণ

উত্তর ইতালির মিলানের কেন্দ্রস্থলে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি ভ্যান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কয়েকটি গাড়িও পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইতালীয় দৈনিক লা রিপাব্লিকার বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, বিস্ফোরণের শিকার ভ্যানটিতে গ্যাস সিলিন্ডার বহন করা হচ্ছিল। হঠাৎ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আশপাশের বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

বিস্ফোরণের ঘটনা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

এ ঘটনায় কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে। গ্যাস সিলিন্ডার বহনকারী ভ্যানটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। আশপাশের কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।

১৩ লাখ মানুষের বাসস্থান মিলানে বিস্ফোরণের কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

উল্লেখ্য, ক্লাব ফুটবলের দুই প্রতিদ্বন্ধী ইন্টার মিলান ও এসি মিলানের কার্যালয় অবস্থিত মিলান শহরে। বৃহস্পতিবার স্থানীয় সময় ক্লাব দুটি একে অপরের মুখোমুখি হয়। খেলা শেষ হওয়ার পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।