ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে মাফিয়া সন্দেহে গ্রেপ্তার ৬১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ১১, ২০২৩
ইতালিতে মাফিয়া সন্দেহে গ্রেপ্তার ৬১

ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া গোষ্ঠী এনদ্রাঙ্গেতার সদস্য সন্দেহে ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতটি অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা প্রতারণা, মাদক পাচার, স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদা নেওয়ার মতো অপরাধে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ। খবর বিবিসি

এউ গ্রেপ্তার অভিযানে ৫০০ পুলিশ সদস্য অংশ নেন। তারা মোট ১৬৭ জনকে টার্গেট করেন। এর মধ্যে কয়েকজন বন্দি রয়েছেন।

এই অভিযান গোষ্ঠীটিকে দমনে চলমান বিস্তৃত অভিযানের অংশ।

গেল সপ্তাহে ইউরোপজুড়ে একশর বেশি লোক গ্রেপ্তার হন। পুলিশ বলছে, এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় অভিযান ছিল এটি।

দশটি দেশ এর সঙ্গে যুক্ত। ২৫ মিলিয়ন ইউরো সমপরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে যে, কীভাবে গোষ্ঠীটির শীর্ষ পর্যায় পরিচালিত হতো।

এই মাফিয়া গোষ্ঠীর অভিযুক্ত এক শীর্ষস্থানীয় নেতা পাসকুয়ালে বোনাভোতা গেল মাসে জেনোয়া শহরের এক গির্জা থেকে গ্রেপ্তার হন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।