অনুরোধ রাখল যুক্তরাজ্য। দেশটি নিশ্চিত করেছে যে, রুশ আগ্রাসন ঠেকাতে তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে।
প্রস্তুতকারকদের দেওয়া তথ্য অনুযায়ী স্টর্ম শ্যাডো ক্রুইজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫০ কিলোমিটারেরও বেশি। খবর বিবিসি।
বিপরীতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমারস নামে ক্ষেপণাস্ত্র দিয়েছিল, সেটির পাল্লা ছিল ৮০ কিলোমিটারের আশপাশে।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতিতে যুক্তরাজ্যের দেওয়া নতুন এই ক্ষেপণাস্ত্র নতুন সক্ষমতা যোগাবে।
এয়ারক্রাফট থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর অর্থ হলো ফ্রন্টলাইনের আরও দূর থেকে ইউক্রেনের পাইলটরা এই ক্ষেপণাস্ত্রটি ছুড়তে পারবে।
ছোড়ার পর টার্গেটে আঘাতের আগে স্টর্ম শ্যাডো কম উচ্চতায় পৌঁছে যায়, যাতে শত্রুর রাডার এটিকে ধরতে না পারে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস হাউস অব কমন্সে ইউক্রেনকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন। পশ্চিমাদের কাছ থেকে বারবার অনুরোধের পর যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা এলো।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএইচ