তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ আখ্যা দিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।
টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জেমিমা।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরের শিরোনাম স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছেন, ‘অবশেষে বোধোদয় হয়েছে’।
সেই বার্তার শেষে পাকিস্তানি পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজি যোগ করেছেন তিনি।
Finally sense has prevailed ???? pic.twitter.com/8K5IV1BgKt
— Jemima Goldsmith (@Jemima_Khan) May 11, 2023
সন্তানদের নিয়ে বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন চলচ্চিত্র প্রযোজক জেমিমা।
এরআগে, পিটিআইয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ‘এক ঘণ্টার মধ্যে’ পিটিআই চেয়ারম্যান তথা ইমরান খানকে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন বিচারপতিরা।
সেখানে ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন।
এদিন রাতে ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবার (১২ মে) ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হতে হবে। সেখানে যে মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসএএইচ