ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার-দোহা ফ্লাইট চলাচল পুনরায় শুরু ২৫ মে 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
কাতার-দোহা ফ্লাইট চলাচল পুনরায় শুরু ২৫ মে 

কাতার ও বাহরাইন পুনরায় নিজেদের মধ্যে ফ্লাইট চালু করছে ২৫ মে থেকে। সম্পর্ক স্বাভাবিককরণের অংশ হিসেবে এই পদক্ষেপ নিল দেশ দুটি।

খবর আল জাজিরা।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স সোমবার ফ্লাইট চালুর ঘোষণা দেয়। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

বার্তাসংস্থা বলছে, দুই ভ্রাতৃপ্রতিম দেশ এবং জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কাঠামোতে এবং উভয় দেশের নেতৃত্ব ও নাগরিকদের অভিন্ন আকাঙ্ক্ষা অর্জনে এই ফ্লাইট চলাচল শুরু হলো।
 
উপসাগরীয় দেশ দুটি গেল মাসে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়, যখন তাদের প্রতিনিধিরা ১২ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদরদপ্তরে সাক্ষাৎ করেন।

২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সঙ্গে বাহরাইনও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং অবরোধ আরোপ করে। কাতারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ইরানের অন্তরঙ্গ এবং কট্টরপন্থী দলগুলোর সমর্থনপুষ্ট। তবে দোহা সবসময় দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।