ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর ১২ দিন পর নির্বাচনে জয় ভারতীয় নারীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
মৃত্যুর ১২ দিন পর নির্বাচনে জয় ভারতীয় নারীর

ভারতে মারা যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর স্থানীয় নির্বাচনে জিতেছেন এক নারী প্রার্থী। সমর্থকরা সম্মান দেওয়ার অংশ হিসেবে তাদের প্রতিশ্রুতি রাখলেন।

কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।  

ওই নারী প্রার্থীর নাম আশিয়া বাই। নির্বাচনে তিনি প্রায় ৪৪ শতাংশ ভোট পান। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের বিজনোর জেলার পৌর ভোটে প্রার্থী হয়েছিলেন। মঙ্গলবার এএফপির বরাতে এমনটি জানিয়েছে আল জাজিরা

ভোটের ১২ দিন আগে আশিয়া বাই মারা যান। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার ফুসফুসে এবং পেটে তীব্র সংক্রমণ হয়েছিল। ৩০ বছর বয়সী জনপ্রিয় এই নারী প্রথমবারের মতো ভোটে প্রার্থী হয়েছিলেন। তাকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এই নারীর স্বামী নির্বাচন কর্মকর্তাদের তার মৃত্যুর খবর জানান। তবে জেলা নির্বাচন কর্মকর্তা ভগবান শরন এএফপিকে বলেন, ব্যালট থেকে তার নাম সরানোর কোনো প্রক্রিয়া ছিল না।

শরন বলেন, একবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে তা স্থগিত করা যায় না।

মোহাম্মদ জাকির নামে স্থানীয় এক বাসিন্দা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আশিয়া সহজেই বন্ধু হয়ে যেতেন। লোকেরা তাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে চাননি।

আশিয়া বাইয়ের স্বামী মুন্তাজিম কুরেশি বলেন, শান্ত আচরণ দিয়ে সে হৃদয় জিতে নিয়েছে।

আরিফ নামে আরেক ভোটার বলেন, আমাদের ভোট তার প্রতি শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।