আসামে পুলিশ সদস্যদের ওজন কমাতে বলল রাজ্য সরকার। ওজন না কমালে স্বেচ্ছায় যেতে হবে অবসরে।
রাজ্যের শীর্ষ এক পুলিশ কর্মকর্তা বলেন, আগস্টের মাঝামাঝি সময় থেকে পুলিশ সদস্যদের স্থূলতা নিরূপণের মাপকাঠি বডি মাস ইনডেক্স (বিএমআই) রেকর্ড করা শুরু হবে।
এরপর ‘স্থূল’ ক্যাটাগরির কর্মকর্তাদের ওজন কমাতে বা স্বেচ্ছায় অবসর নিতে নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে।
আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং বলেন, যাদের মেডিকেল শর্তের আওতায়, তাদের ছাড় দেওয়া হবে।
তিনি এক টুইটে বলেন, বাহিনীর মধ্যে তিনিই প্রথম বিএমআই রেকর্ড করাবেন।
কয়েক সপ্তাহ আগে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, অতিরিক্ত মদ্যপান এবং শারীরিকভাবে অযোগ্য হওয়ার কারণে ৩০০ পুলিশ কর্মীকে আগেই অবসরে যেতে হবে।
তিনি বলেন, পুলিশ বাহিনী থেকে ‘মরাকাঠ’ সরানোর অংশ এটি।
এক গবেষণায় দেখা গেছে, ভারতের পুলিশকর্মীরা প্রায়ই দীর্ঘসময় ধরে কাজ করেন, সঠিক বিশ্রাম বা বিরতি ছাড়াই তাদের কাজ করতে হয়।
২০১৮ সালে কর্ণাটকে রিজার্ভ পুলিশ কর্মকর্তাদের ওজন কমাতে কিংবা বরখাস্ত মেনে নিতে বলা হয়। তখন শীর্ষ এক কর্মকর্তা বিবিসিকে বলেন, বিগত ১৮ মাসে বেশ কয়েকজন কর্মকর্তা হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো জীবনধারা-জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আরএইচ