চলতি মাসে নবমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
কর্মকর্তারা বলছেন, দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওডেসায় নতুন এই ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসন দাবি করছে, হামলা ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। খবর বিবিসি।
এর আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছিলেন যে, রাজধানীর দারনিতিয়া এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। তবে এতে কেউ আহত হয়নি।
কিয়েভের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, কাস্পিয়ান সাগরে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান থেকে একটি ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, এই হামলায় সম্ভবত ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। কিয়েভের পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি অনাবাসিক ভবনে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমএইচএস