ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের ভুট্টা রপ্তানি ৩০ শতাংশ কমার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
ইউক্রেনের ভুট্টা রপ্তানি ৩০ শতাংশ কমার আশঙ্কা

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে দেশটি থেকে এ শস্যের রপ্তানি হার কমেছে।

আগামী মৌসুমেও দেশটি থেকে শস্য রপ্তানি কমতে পারে বলে মনে করছে ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ)।

সম্প্রতি এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরে ইউজিএ। তাদের প্রতিবেদনে বলা হয়, আগামী মৌসুমে ইউক্রেনের ভুট্টা রপ্তানি চলতি মৌসুমের তুলনায় ৩০ শতাংশ কমতে পারে। হয়ত ১ কোটি ৯০ লাখ টনের রপ্তানি হতে পারে। যুদ্ধ লেগে থাকায় চলতি বছর কৃষকরা খুবই কম পরিমাণ ভুট্টা উৎপাদন করেছে।

যদি তা হয়, দেশটিতে টানা দ্বিতীয় বছরের মতো ভুট্টা ও অন্যান্য শস্য উৎপাদন কমতে যাচ্ছে। কৃষি খাত বিপর্যস্ত, যদিও এ অবস্থায় শস্যের চেয়ে তেলবীজ উৎপাদনকে প্রাধান্য দিচ্ছেন কৃষকরা, এটিকে লাভজনক বলেও মনে করছেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে ভুট্টার উৎপাদনে সবচেয়ে বেশি। কেননা, এর পরিবহন ব্যয় বেশি; রাখতেও হয় শুষ্ক পরিবেশে। যুদ্ধ ও বৈরী আবহাওয়ায় এ শস্যেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে ভুট্টার উৎপাদন ব্যয় ছিল ২ কোটি ৭৩ লাখ টন; আগামী মৌসুমে তা কমে ২ কোটি ১১ লাখ টনে দাঁড়াতে পারে।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত গ্রেইনকম কনফারেন্সের সাইডলাইনে বিষয়টি নিয়ে ইউজিএর প্রধান নিকোলাই গর্ভাচেভ বলেন, এবার আবাদ ও উৎপাদন কমে যাওয়ায় ভুট্টার রপ্তানির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।