ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০০০ রুপি নোট প্রত্যাহারের ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
২০০০ রুপি নোট প্রত্যাহারের ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছবি: সংগৃহীত

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) শুক্রবার (১৯ মে) দুই হাজার রুপির নোট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।  

ঘোষণায় আরও জানানো হয়, বাজারে প্রচলিত দুই হাজার রুপির নোট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে বিনিময় করতে হবে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক এক বিবৃতিতে বলেছে, দুইহাজার রুপির নোট আইনি দরপত্র হিসেবে থাকবে।

আরবিআই আরও জানিয়েছে, ২৩ মে থেকে যেকোনো ব্যাংকে দুই হাজার রুপির নোট জমা দিয়ে বিনিময় করা যেতে পারে। এ সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। একবারে ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময় করা যাবে।  দুই হাজার রুপির নোটের মাধ্যমে ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময়ের সুবিধা দেওয়ার ক্ষমতা আরবিআইয়ের ১৯টি আঞ্চলিক অফিসকে দেওয়া হয়েছে।

আরবিআই এরই মধ্যে ব্যাংকগুলোকে দুই হাজার রুপির নোট ইস্যু করা বন্ধ করার পরামর্শ দিয়েছে।

দুইহাজার রুপি নোট চালু হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে। ওই সময়ে বাজার থেকে প্রাথমিকভিাবে ৫০০ এবং ১০০০ রুপির নোট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। দ্রুত মুদ্রার প্রয়োজন মেটাতে দুই হাজার রুপির নোট চালু করা হয়।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।