ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শত কিলোমিটার সড়ক তৈরি হলো মাত্র ১০০ ঘণ্টায়! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
শত কিলোমিটার সড়ক তৈরি হলো মাত্র ১০০ ঘণ্টায়! 

 

সড়ক অবকাঠামো শিল্পের দক্ষতাকে তুলে ধরে ধরতে ভারতে মাত্র ১০০ ঘণ্টায় তৈরি হলো শত কিলোমিটার গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ে। এ কম সময়ের মধ্যেই মহাসড়কটির পিচ ঢালাই কাজ শেষ হয়।

শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে এক বিবৃতিতে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় জানায়, এ কৃতিত্ব ভারতের সড়ক অবকাঠামো শিল্পের দক্ষতাকে তুলে ধরে।

ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, এই সড়কটি গাজিয়াবাদ এবং আলিগড়ের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে টুইট থ্রেডের প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইওয়ে রুটে এটি উল্লেখযোগ্য অর্জন। এটি উন্নত অবকাঠামোর জন্য গতি এবং আধুনিক পদ্ধতি গ্রহণ উভয়কেই দেওয়া গুরুত্ব প্রকাশ করে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।